এবার নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করা আরও বিস্তৃত করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। এর ফলে ইউরোপে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ব্রাসেলস ও মস্কোর অর্থনৈতিক লড়াই আরও বৃদ্ধি পেলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মস্কো ইতোমধ্যে বুলগেরিয়া, পোল্যান্ড ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। রাশিয়ার দাবি মতো গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে রাজি না হওয়ায় এই পদক্ষেপ নেয় দেশটি।

নেদারল্যান্ডসে গ্যাজপ্রমের গ্যাস সরবরাহ বন্ধ এমন সময় হলো যখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কাছ থেকে তেল আমদানি দুই-তৃতীয়াংশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুসারে, সমুদ্রপথে রাশিয়া থেকে ইউরোপে তেল আমদানি বন্ধ হবে। কিন্তু পাইপলাইনের মাধ্যমে তেল আনা আপাতত বন্ধ হচ্ছে না।

ডাচ সরকারের হয়ে রাশিয়ার কাছ থেকে গ্যাস ক্রয় করে গ্যাস টেরা। সরবরাহ বন্ধের পর কোম্পানিটি জানিয়েছে, গ্যাজপ্রমের কাছ থেকে অক্টোবর পর্যন্ত ২ বিলিয়ন ঘনমিটার গ্যাস পাওয়ার কথা ছিল তাদের। এখন বিকল্প উৎস থেকে এই পরিমাণ সংগ্রহের চেষ্টা করা হবে।

ডাচ অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সরবরাহের জন্য এটি এখন পর্যন্ত হুমকি না।

ডেনমার্কের কোম্পানি ওরস্টেড সোমবার সতর্ক করে জানিয়েছিল, গ্যাজপ্রম গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। কিন্তু এমন সিদ্ধান্তে ডেনমার্কের গ্যাস সরবরাহ ঝুঁকিতে পড়বে না।

 নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে জার্মানিতে রুশ গ্যাসের প্রবাহ মঙ্গলবার কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধের কারণে প্রবাহ কমেছে।