কিয়েভ সফরে আসছেন ৩ দেশের সরকারপ্রধান: জার্মান সংবাদমাধ্যম

বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের আগে ইউক্রেন সফর করবেন ইউরোপের তিন দেশের সরকারপ্রধান। এমনই খবর দিয়েছে জার্মানির সংবাদপত্র বিল্ড এম সোনত্যাগ।

খবরে বলা হয়েছে, চলতি জুনের শেষ নাগাদ বসতে যাচ্ছে জি-৭ সম্মেলন। গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎস রাজধানী কিয়েভ সফর করবেন। ফরাসি ও ইউক্রেন সরকারের সূত্রের বরাতে খবরটি প্রকাশ করা হয়েছে।

তবে জার্মান সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এ বিষয়ে নিশ্চিত নয়। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদও তথ্য নিশ্চিত করতে অস্বীকার করেছে। আর ইতালীয় সরকার তাৎক্ষণিকভাবে এ নিয়ে উত্তর দেয়নি।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার চালানোর পর এই তিন দেশের কোনও সরকারপ্রধান এখন পর্যন্ত কিয়েভ সফর করেননি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারসহ অনেকেই সফর করে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন। সফরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।

সূত্র: আল জাজিরা।