ইইউ’র প্রার্থী সদস্য হলো ইউক্রেন

ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রার্থী সদস্য হিসেবে সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এর ফলে ব্লকটিতে ইউক্রেনের যোগদানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এই সুপারিশের কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভন ডের লিয়েন শুক্রবার ইউক্রেনসহ মলদোভা ও জর্জিয়ার ইইউ সদস্যপদের আবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, আমাদের একটি স্পষ্ট বার্তা রয়েছে। আর তা হলো, হ্যাঁ ইউক্রেনের ইউরোপীয় দৃষ্টিভঙ্গি প্রাপ্য। হ্যাঁ, ইউক্রেনকে একটি প্রার্থী রাষ্ট্র হিসেবে স্বাগত জানানো উচিত। ভালো কাজ সম্পন্ন হবে বলে এই সিদ্ধান্ত। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি। পুরো প্রক্রিয়াটি মেধাভিত্তিক। ফলে তা নিয়ম অনুসারে চলবে এবং অগ্রগতি নির্ভর করছে পুরোপুরি ইউক্রেনের ওপর।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইউরোপীয় দৃষ্টিভঙ্গির জন্য ইউক্রেনীয়রা মরতে প্রস্তুত। আমরা চাই, ইউরোপীয় স্বপ্নে তারা আমাদের সঙ্গে জীবনযাপন করুক।

তিনি আরও বলেন, নিজেদের পথ নির্ধারণের অধিকার ইউক্রেনের রয়েছে। তবে ইইউ’র প্রত্যাশা একেবারে স্পষ্ট। প্রত্যেক সার্বভৌম রাষ্ট্রের অধিকার রয়েছে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের।

তিনি জানান, ইউরোপীয় কমিশন ইউক্রেন ও মলদোভাকে প্রার্থী সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছে। কিন্তু আরেকটি সাবেক সোভিয়েত রাষ্ট্র জর্জিয়াকে একই স্ট্যাটাস দেওয়ার আগে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে বলা হয়েছে।

উরসুলা ভন ডের লিয়েন বলেন, মলদোভা সত্যিকার সংস্কার, দুর্নীতিবিরোধী ও ইউরোপীয় পথে রয়েছে। জর্জিয়াকে রাজনৈতিকভাবে কাঠামোগত সংস্কার ও ইইউ’র স্পষ্ট পথে আসতে হবে।