বড় ধরনের ভুল করছে জার্মানি: ইউক্রেনীয় এমপি

ইউক্রেনকে ভারী অস্ত্র না দিয়ে জার্মানি একটি ‘বড় ভুল’ করছে। এমন মন্তব্য করেছেন ইভানা ক্লিম্পুশ-সিন্টজাদজে নামের ইউক্রেনের একজন নারী আইপ্রণেতা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইউক্রেনকে মানবিক সহায়তার পাশাপাশি অস্ত্রশস্ত্র সরবরাহের আহ্বান জানান ইভানা ক্লিম্পুশ-সিন্টজাদজে।

তিনি বলেন, আমাদের দেশের অন্যান্য চাহিদাকে না করে দেওয়া উচিত হবে না।

জার্মানির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা ছোটখাটো অস্ত্র দিচ্ছে। আমরা বুঝতে পারছি যে, ইতোমধ্যেই তারা তাদের নীতিতে একটি বড় পরিবর্তন এনেছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে ভারী অস্ত্রশস্ত্র আসেনি। আমি মনে করি, এটি জার্মানির একটি বড় ভুল।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।