ইইউ’র সম্প্রসারণ নিয়ে যা বললেন জার্মান চ্যান্সেলর

ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’কে সম্প্রসারণে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। কারণ হিসেবে তিনি বলেন, ব্লকে ইউক্রেনের যোগদানের পথ আরও প্রশস্ত করেছে।

শলৎস বলেন, ইউক্রেনকে ইইউ’তে যোগদানের জন্য আমাদের প্রয়োজনীয় শর্তগুলো নির্ধারণ করে দিতে হবে। একইসঙ্গে সম্প্রসারণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

এদিকে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী সদস্য হিসেবে সম্প্রতি সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এর ফলে ব্লকটিতে ইউক্রেনের যোগদানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।  এই সুপারিশের কথা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোকে বার বার তাগিদ দিয়ে আসছে যেন জোটে তাদের দ্রুত অন্তর্ভুক্ত করা হয়। রাশিয়া ইউেক্রেনে আক্রমণের পর থেকে ইইউ’তে যোগদানে তোড়জোড় শুরু করেছে কিয়েভ। তবে এর জন্য বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে দেশটিকে।

সূত্র: আল জাজিরা।