স্বাধীনতা প্রশ্নে ফের গণভোট চায় স্কটল্যান্ড

ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার প্রশ্নে পুনরায় গণভোট আয়োজন করতে যাচ্ছে স্কটল্যান্ড। আগামী বছরের ১৯ অক্টোবর নতুন গণভোট আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। তবে এমন গণভোট আয়োজনে যুক্তরাজ্য সরকারের অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আগে থেকেই স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি আলোচনায় ছিল। মঙ্গলবার নিকোলা স্টার্জন এই বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবের ঘোষণা দেন।

এর আগেও স্বাধীনতা প্রশ্নে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। তবে গণভোটের রায় স্বাধীনতার বিপক্ষেই গেছে।

নিকোলা স্টার্জন বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ব‌রিস জনসন‌কে চি‌ঠি লি‌খে আসন্ন এ গণভো‌টের ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি চাইবেন। ‌তি‌নি ব‌লেন, যেকোনও গণভোটকে আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে। এ বিষয়ে তি‌নি স‌চেতন।

স্টার্জন জানান, গণভোটের প্রশ্ন ২০১৪ সালে অনুষ্ঠিত শেষ গণভোটের মতো থাকবে। প্রশ্নটি হবে, স্কটল্যান্ডের কি একটি স্বাধীন দেশ হওয়া উচিত?

গণভোটের রায়ে স্কটল্যান্ড যদি ব্রিটেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে ‘গ্রেট ব্রিটেন’ মর্যাদা হারাবে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা ফার্স্ট মিনিস্টারের প্রস্তাব পর্যালোচনা করবে। কিন্তু তাদের অবস্থান হলো, আরেকটি গণভোটের সময় এখন নয়। গণভোট আয়োজনের মতো পরিবর্তন আসেনি।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, স্কটল্যান্ডের মানুষ দুই সরকারকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে দেখতে চায়।

এই বিষয়ে স্ক‌টিশ পার্লা‌মে‌ন্টের বাংলা‌দেশি বংশোদ্ভুত এমপি ফয়সল চৌধুরী বাংলা ট্রিবিউনকে ব‌লেন, এর আগের গণভোটে ৫০ ভাগের বেশি স্কটিশ জনগণ ব্রিটেনের সঙ্গে থাকতে চেয়েছে।

লেবার পার্টির এই এমপি জানান, তাদের দল এই গণভোটের বিরোধিতা করবে। তিনি বলেন, স্কটল্যান্ডের মানুষ গণভোট নিয়ে ঐক্যবদ্ধ নয়।