সেই ‘সাপের দ্বীপ’ থেকে রুশ সেনাদের তাড়িয়ে দিলো ইউক্রেন

কৃষ্ণ সাগরে অবস্থিত ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ সাপের দ্বীপ (স্নেক আইল্যান্ড) থেকে নিজেদের বাহিনী সরিয়ে নিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের প্রধান উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘কাবুম’! স্নেক আইল্যান্ডে রাশিয়ার আর কোনও সেনা নেই’।

এক টুইট বার্তায় তিনি লেখেন, একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে আমাদের সশস্ত্র বাহিনী। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করে জানায়, 'সেখানকার কাজ সম্পন্ন করেছে রুশ সেনারা'। 

ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে কৃষ্ণ সাগরের সাপের দ্বীপটি দখলে নিতে তোড়জোড় চালায় মস্কো। একপর্যায়ে এটি জোরপূর্বক দখলে নেয় রাশিয়া। এ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিল সেসময়। তবে আবারও নিয়ন্ত্রণ ফিরে পেলো ইউক্রেন।

ঐতিহাসিকভাবে, সাপের দ্বীপটি ১৯৪৮ সালে সোভিয়েত ইউনিয়নের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত রোমানিয়ান অঞ্চল ছিল। এটিকে রাডার বেসমেন্ট হিসেবে ব্যবহার করা হতো।

সূত্র: বিবিসি।