ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার ঘোষণা বাইডেনের

ইউক্রেনকে আরও ৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৩০ জুন) ঘোষণায় বলেন, ওয়াশিংটন শিগগিরই এই সহায়তা দেবে দেশটিকে। খবর রয়টার্সের।

মাদ্রিদে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে পার্শ্ব  সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ইউক্রেনকে সমর্থন করছি, যতদিন প্রয়োজন হয়।

উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দেশটির এই অভিযান ইতোমধ্যে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে রুশ হামলা প্রতিরোধে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলো। পাশাপাশি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।