শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠলো ইউক্রেনের মাইকোলাইভ শহর

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহর। শনিবার ভোরে এই বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে শহরের মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওডেসায় কৃষ্ণ সাগর বন্দরের কাছে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহতের একদিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। 

শনিবার বিস্ফোরণের আগে ওডেসার গুরুত্বপূর্ণ বন্দরের সীমান্তবর্তী মাইকোলাইভ অঞ্চলজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। মেসেজিং অ্যাপে টেলিগ্রামে দেওয়া পোস্টে মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ বলেন, ‘শহরে শক্তিশালী বিস্ফোরণ! আশ্রয়কেন্দ্রে থাকুন!’

তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রয়টার্সের তরফেও স্বাধীনভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।