‘স্নেক আইল্যান্ডে’ ফের উড়লো ইউক্রেনের পতাকা

কৃষ্ণ সাগরে রুশ বাহিনীর কাছ থেকে স্নেক আইল্যান্ড পুনরুদ্ধারের পর সেখানে আবারও নিজেদের পতাকা উত্তোলন করেছে ইউক্রেন। সোমবার (৪ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড সংবাদ সম্মেলনে জানিয়েছে, স্নেক আইল্যান্ড ভূখণ্ড আবারও নিয়ন্ত্রণে ফিরে এসেছে।

ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ড দখলে নিতে তোড়জোড় চালায় মস্কো। একপর্যায়ে জোরপূর্বক দখলে নেয় রাশিয়া। এ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিল সে সময়। গত সপ্তাহে কৌশলগত স্নেক আইল্যান্ডের ফের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করে ইউক্রেনীয় বাহিনী।

১২৭ দিন রুশ দখলে থাকার পর দ্বীপটি মুক্ত করার ঘোষণা দেয় কিয়েভ। একই সঙ্গে তারা এটিকে কৌশলগত ও প্রতীকী বিজয় হিসেবে দেখছে।

স্নেক আইল্যান্ডে ইউক্রেনের পতাকা। ফাইল ছবি