ইসরায়েলিরা ভাগ্যবান: ফ্রান্সের প্রেসিডেন্ট

নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদকে পাওয়ায় ইসরায়েলি নাগরিকেরা ভাগ্যবান বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার দুই নেতার বৈঠকের পর এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।

ক্যামেরার সামনে কথা বলার সময়ে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা নিরসনে রাজনৈতিক সংলাপের ‘কোনও বিকল্প নেই’।

সফর শুরুর আগে ইয়াইর লাপিড জানান, তিনি ইরানের পরমাণু আলোচনা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ওপর চাপ দেবেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পরমাণু আলোচনা সফল হওয়া প্রয়োজন। এতে ইসরায়েলসহ আঞ্চলিক সহযোগীদের স্বার্থ রয়েছে বলে জানান তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদকে পাশে রেখে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের এই (পরমাণু) চুক্তি (ইরানের সঙ্গে) রক্ষা করতে হবে। আর এই অঞ্চলে আমাদের বন্ধুদের স্বার্থ বিবেচনা করতে হবে, মূলত ইসরায়েলের’।

সূত্র: রয়টার্স