জার্মানি নিরপেক্ষতা হারিয়েছে: অভিযোগ তুরস্কের

জার্মানির বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এমন অভিযোগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মেভলুত কাভুসোগলু বলেন, তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় জার্মানি সম্প্রতি তার নিরপেক্ষতা হারিয়েছে।

তিনি বলেন, ‘আমরা চাই জার্মানি পূর্ব ভূমধ্যসাগর এবং এজিয়ান ইস্যুতে তার ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখুক।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জার্মানিসহ তৃতীয় দেশগুলোর বিশেষ করে গ্রিস এবং গ্রীক সাইপ্রিয়ট পক্ষের উসকানি ও প্রচারের হাতিয়ার হওয়া উচিত নয়।’

ইস্তাম্বুলে জার্মান সমকক্ষ আন্নালেনা বেয়ারবকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে দেওয়া ব্ক্তব্যে কাভুসোগলু বলেন, কোনও ধরনের পক্ষপাত ছাড়াই বার্লিনকে উভয় পক্ষের কথা শুনতে হবে।