এবার নর্থ মেসিডোনিয়া থেকে ট্যাংক ও বিমান পাচ্ছে ইউক্রেন

রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনে ট্যাংক ও বিমান সরবরাহ করতে যাচ্ছে নর্থ মেসিডোনিয়া। শনিবার টুইটবার্তায় এমনটাই জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহযোগী মিখাইলো পোডোলিয়াক।

নর্থ মেসিডোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে নিশ্চিত করেছে যে, ইউক্রেনে সোভিয়েত সময়কার ট্যাংক সরবরাহ করবে। তবে বিমান সরবরাহের বিষয়টি নিশ্চিত করেনি দেশটি।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আর্থিক এবং সামরিকভাবে সহায়তা করে আসছে পশ্চিমা দেশগুলো। এ নিয়ে দেশগুলোকে সতর্ক করে আসছে মস্কো। গত ২৪ ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এর বিরুদ্ধে অবস্থান নিয়ে মস্কোর ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ ইউক্রেনের মিত্রদেশগুলো।

সূত্র: আল জাজিরা।