রাশিয়ার সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা

রাশিয়ার সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো। অন্তত ছয় জন পশ্চিমা কর্মকর্তা সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে পশ্চিমা সরকারগুলো উদ্বেগ প্রকাশ করছে। রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে আঙ্কারাকেও শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।

শুক্রবার রাশিয়ার অবকাশ শহর সোচিতে এরদোয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হন পুতিন। চার ঘণ্টাব্যাপী বৈঠকের পর দুই নেতার এক যৌথ বিবৃতিতে রাশিয়ার খাদ্যশস্য ও সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল রফতানিসহ ইস্তাম্বুল চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দেন দুই নেতা।

বৈঠকে পরিবহন, কৃষি ও নির্মাণ শিল্পের মতো খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন দুই প্রেসিডেন্ট। এর একদিনের মাথায় শনিবার আঙ্কারা ও মস্কোর মধ্যকার সম্পর্ক নিয়ে পশ্চিমাদের উদ্বেগের কথা জানালো ফিন্যান্সিয়াল টাইমস।