ক্রিমিয়া মুক্ত করেই যুদ্ধের অবসান চান জেলেনস্কি

ক্রিমিয়া মুক্ত করেই যুদ্ধের অবসান ঘটাতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে একজন নিহতের পর এমন মন্তব্য করেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল ক্রিমিয়া দিয়ে। আর এই ক্রিমিয়ার স্বাধীনতার মধ্যে দিয়েই এই যুদ্ধের অবসান ঘটবে।

তিনি বলেন, এই অঞ্চলটি ইউক্রেনের ভূখণ্ড। কিয়েভ কখনও এই অঞ্চলের ওপর তার অধিকার ছেড়ে দেবে না।

নিজের বক্তব্যে অবশ্য বিস্ফোরণের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি জেলেনস্কি।

২০১৪ সালে বিতর্কিত এক গণভোটের মাধ্যমে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। গত বছর রাশিয়ার ‘জাতীয় ঐক্য দিবস’ উপলক্ষে দেওয়া এক ভাষণে অঞ্চলটি নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সব সময় এটি রাশিয়ার অংশই থাকবে।