ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

নিজের সরকারি বাসায় দেওয়া ব্যক্তিগত পার্টি থেকে ফাঁস হওয়া ছবির জন্য ক্ষমা চেয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। গত সপ্তাহে একটি পার্টিতে যোগদানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নিজ খরচে ড্রাগ টেস্ট করা হলে তাতে নেগেটিভ ফল আসে। এর মধ্যেই আরেক পার্টির ছবি সামনে আসে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত সপ্তাহে পার্টিতে প্রধানমন্ত্রীর নাচ-গান নিয়ে সমালোচনার মধ্যেই এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় তার নতুন ছবি ছড়িয়ে পড়তে শুরু করে। এতে দেখা যাচ্ছে, হেলসিঙ্কিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ‘ফিনল্যান্ড’ চিহ্ন দিয়ে নিজেদের খালি স্তন ঢেকে দুই জন প্রভাবশালী নারী একে অপরকে চুম্বন করছেন। এ নিয়ে নতুন করে তোপের মুখে পড়েন সানা মারিন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকারে বিষয়টি নিয়ে কথা বলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার মনে করি, ছবিটি যথাযথ নয়। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। এই ধরনের একটি ছবি তোলা উচিত হয়নি। কিন্তু এর বাইরে গেট টুগেদারে অস্বাভাবিক কিছু ঘটেনি।’

নতুন করে ফাঁস হওয়া ছবিটি গত জুলাইয়ে একটি সংগীত উৎসবের পর বন্ধুদের সঙ্গে একটি ব্যক্তিগত পার্টির সময় তোলা হয়েছিল বলে জানান সানা মারিন। এ সময় তিনি ছুটিতে ছিলেন। তার ভাষায়, ‘আমরা সাউনা ছিলাম। সাঁতার কেটেছি। একসঙ্গে সময় কাটিয়েছি।’