মাদ্রাসা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, তুর্কি পপ স্টার গ্রেফতার

তুর্কি পপ স্টার গুলসেনকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ। মাদ্রাসা নিয়ে মঞ্চে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় ইস্তাম্বুলের প্রসিকিউটর তার বিরুদ্ধে ‘মানুষকে ঘৃণা ও শত্রুতার জন্য প্ররোচিত করার’ অভিযোগে তদন্ত শুরু করেন। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এখবর জানিয়েছে।

৪৬ বছর বয়সী গায়ক গুলসেন বায়রাকতার কোলাকগলু নিজের প্রথম নামে পরিচিত। বৃহস্পতিবার তাকে তার ইস্তাম্বুলের বাড়ি থেকে আটকের পর আদালতে হাজির করা হয়।

পরে একজন বিচারক তাকে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এপ্রিল মাসে একটি কনসার্টে ইমাম হাতিপ মাদ্রাসা নিয়ে মন্তব্যের জন্য এই তদন্ত করা হচ্ছে।

তার মন্তব্যের একটি ক্লিপ অনলাইনে ভাইরাল হয়েছে এবং দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের দল একে পার্টির অনেক সিনিয়র নেতা এতে ক্ষুব্ধ হয়েছেন।

গুলসেন তুরস্কে ব্যাপক জনপ্রিয় এবং তার মামলাটি ভয়াবহ মেরুকরণের দেশটিতে আলোচনার জন্ম দিয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, কয়েক বছর ধরে কাজ করা সহকর্মীদের সঙ্গে আমি একটি কৌতুক বলেছি… যারা সমাজকে বিভক্ত করতে চায় তারা এটি প্রকাশ করেছে।

তার আইনজীবী এমেক এমরে প্রতিশ্রুতি দিয়েছেন গ্রেফতারের বিরুদ্ধে আপিল এবং অবিলম্বে তার মুক্তি চাওয়া হবে।