অস্ত্রের উৎপাদন বাড়চ্ছে ইইউ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের কোনও ইঙ্গিত না থাকা পরিস্থিতিতে অস্ত্রের উৎপাদন বাড়াতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার এই বিষয়ে আলোচনা করেছেন ইইউ মন্ত্রীরা। অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনীর জন্য সামরিক প্রশিক্ষণ জোরদার এবং রাশিয়াকে চড়া মূল্য দিতে বাধ্য করার বিষয় নিয়েও তারা আলোচনা করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

চেক রিপাবলিকের রাজধানী প্রাগে সাংবাদিকদের ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, আমাদের মজুত কমে আসছে। আমরা ইউক্রেনকে এত অস্ত্র সরবরাহ করছি ফলে আমাদের মজুতের ঘাটতি পূরণ করতে হবে।

প্রাগে ইইউ’র প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিন ধরে আলোচনা করবেন। এসব বৈঠকে সভাপতিত্ব করছেন জোসেফ বোরেল।

ইইউ প্রতিরক্ষামন্ত্রীদের লক্ষ্য হলো কীভাবে সামরিক সরঞ্জাম ও উপাদান বৃদ্ধি করা যায়। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অস্ত্র ও গোলাবারুদ কেনার কথা বিবেচনা করছেন, যেগুলো ইউক্রেনের প্রতিনিয়ত প্রয়োজন পড়ছে।

ইউরোপীয় মাটিতে ইউক্রেনের সেনাবাহিনীর নতুন সদস্যদের প্রশিক্ষণে কীভাবে ২৭ সদস্য রাষ্ট্রের ব্লকটি ভূমিকা রাখতে পারে নিয়েও আলোচনা করবেন তারা।

দ্বিপক্ষীয়ভিত্তিতে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিয়েছে এবং দিচ্ছে। কিন্তু সমন্বিতভাবে ইইউ’র পক্ষ থেকে এমন প্রশিক্ষণের গুরুত্বের কথা অনুধাবন করছেন অনেকে। জার্মানির সঙ্গে মিলিতভাবে ইউক্রেনীয় সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দিচ্ছে নেদার‍ল্যান্ডস।