আর্মেনিয়ার উচিত উসকানি থামানো: তুরস্ক

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার নতুন সংঘাতে আজরবাইজানের পক্ষ নিয়েছে তুরস্ক। মঙ্গলবার বাকুর পক্ষে প্রকাশ্যে নিজেদের সমর্থনের জানান দিয়েছে তারা। একইসঙ্গে উসকানি থামাতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা। তুর্কিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সঙ্গে সোমবার রাতভর সংঘর্ষে তার দেশের ৪৯ জন সেনাসদস্য নিহত হয়েছে। নতুন করে সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে আসছে আজারবাইজান ও আর্মেনিয়া।

সোমবার রাতের ওই সংঘর্ষের পর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানভ। ফোনালাপে হুলুসি আকর বলেন, তুরস্ক সব সময় ভ্রাতৃপ্রতিম আজারবাইজানের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও দেশটির ন্যায্য দাবিদাওয়ার বিষয়ে আঙ্কারা পাশে থাকবে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। পরে টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, আর্মেনিয়ার উচিত উসকানি থামানো এবং আজারবাইজানের সঙ্গে শান্তি আলোচনা ও সহযোগিতার প্রতি মনোনিবেশ করা।