ইউক্রেনকে আরও হাউইটজার দেবে জার্মানি

ইউক্রেনকে আরও হাউইটজার দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটি বলছে, কিয়েভকে তারা আরও চারটি প্যানজার হাউইটজার ২০০০ ট্যাংক এবং গোলাবারুদ সরবরাহ করবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এমন সময়ে জার্মানির এ ঘোষণা এলো যার কদিন আগেই ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ সামরিক অভিযান বন্ধে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে শক্তিধর পশ্চিমা দেশগুলো। সমাধান তো দূরে, বরং যুদ্ধের ব্যাপকতা আরও বেড়েছে। ইউক্রেনীয় বাহিনীও রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের পাশাপাশি পাল্টা আক্রমণ জোরদার করেছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পুরো ইউরোপের মাথা ব্যাথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দফায় দফায় ফোনালাপ করেছেন পশ্চিমা নেতারা। তবে কাজের কাজ কিছুই হয়নি। এখনও নিজ দেশে রুশ বাহিনীর মোকাবিলা করতে হচ্ছে ইউক্রেনীয় সেনাদের।