ইরানের ওপর ক্ষুব্ধ ইউক্রেন

রাশিয়াকে ‘দুষ্ট’ ড্রোন সরবরাহের ঘটনায় ইরানের ওপর ক্ষুব্ধ ইউক্রেন। এ ঘটনায় তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমনের পদক্ষেপ নিয়েছে কিয়েভ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইরানের আচরণকে ‘অশুভের সঙ্গে সহযোগিতা’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, তার দেশের সেনারা এ পর্যন্ত রুশ বাহিনীর ব্যবহৃত ইরানের তৈরি আটটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

বেশ কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। তবে তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছিল।

শুক্রবার রাতের ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলার জন্য ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। অশুভ শক্তির সঙ্গে সহযোগিতার প্রতিটি দৃষ্টান্ত সম্পর্কে বিশ্ব জানতে পারবে।

দক্ষিণ ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার তারা ওডেসা বন্দরের কাছে সাগরের ওপর দিয়ে যাওয়া চারটি শাহেদ-১৩৬ ‘কামিকাজে’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনস্কা প্রাভদা সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো মোহাজের-৬ নামের একটি বড় ইরানি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।