আতঙ্কে দেশ ছাড়ছেন রাশিয়ানরা, ফিনল্যান্ড সীমান্তে চাপ

ইউক্রেনে যুদ্ধের জন্য প্রেসিডেন্ট পুতিনের সেনা সমাবেশের ঘোষণায় এখনও দেশ ছাড়ছেন বহু রাশিয়ান। জর্জিয়ার পাশাপাশি ফিনল্যান্ড সীমান্ত হয়ে অনেকে ইউরোপে প্রবেশের চেষ্টায় আছেন। ফিনিশ-রুশ সীমান্তে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে জানান ফিনল্যান্ডের আঞ্চলিক মেয়র সাতু সিকানেন।

ইউক্রেন যুদ্ধে বিপর্যয়ের মুখে পড়ে নতুন করে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। সাড়ে তিন লাখ রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে ইতোমধ্যে। যুদ্ধে অংশ না নিতে দেশ ছাড়ছেন তারা।

ফিনল্যান্ডের দক্ষিণ কারেলিয়ার আঞ্চলিক মেয়র সাতু সিকানেন বিবিসিকে বলেন, 'গত সপ্তাহ থেকে ইইউ'র দেশে প্রবেশের সংখ্যা দ্বিগুণ হয়েছে। যদিও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ রয়েছে এখনও। নিরাপত্তার স্বার্থে রাশিয়া থেকে আসা প্রত্যেককেই তল্লাশি করা হচ্ছে।'

তবে রুশ নাগরিকদের ভিসা দেওয়া এবং তাদের প্রবেশের ওপর বিধিনিষেধের প্রস্তাব করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা কমিটি। মেয়র সিকানেন বলেন, সীমান্ত বন্ধ করে দেওয়ার চেয়ে উল্লেখযোগ্য বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে। এটি আমাদের অঞ্চলের জন্য গুরুতর পরিস্থিতি। তবে আমাদের শক্তিশালী সীমান্তরক্ষী ও প্রতিরক্ষা বাহিনী আছে। আমরা ন্যাটোয় যোগ দিতে যাচ্ছি, তাই আমরা নিরাপদ।