গ্যাস লিক, নর্ড স্ট্রিম পাইপলাইনের জটিলতা কাটছে?

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া নর্ড স্ট্রিম পাইপলাইনের গ্যাস লিক হওয়া সংক্রান্ত জটিলতা অবসানের ইঙ্গিত মিলেছে। সুইডেনের উপকূলরক্ষীরা জানিয়েছে, তারা আর সাগরে বড় রকমের গ্যাস লিক দেখতে পাচ্ছে না। সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সুইডিশ কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, সকাল ৮টার দিকে তারা দুইটি পাইপলাইন পর্যবেক্ষণ করেছে। এ সময় বড় লিকটি দেখা যায়নি। তবে ছোটটিতে লিক কিছুটা বেড়েছে।

সুইডিশ কোস্ট গার্ডের এই বিবৃতির একদিন আগে রবিবার রাশিয়ার তরফেও বলা হয়েছিল, সাগরের তলদেশে ক্ষতিগ্রস্ত হওয়া পাইপলাইনটি সচল করা সম্ভব। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এমন মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের বিচ্ছিন্ন অফশোর অবকাঠামো সচল করা প্রযুক্তিগতভাবে সম্ভব।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। পরে লাইনে চারটি লিক পাওয়ার কথা জানায় ডেনমার্ক ও সুইডেন। জানা গেছে, গ্যাসের চাপ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

আলেকজান্ডার নোভাক বলেছিলেন, এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। অবশ্যই অবকাঠামো সচল করার প্রযুক্তিগত সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য সময় ও উপযুক্ত তহবিলের প্রয়োজন। আমি নিশ্চিত যে, যথাযথ সমাধান খুঁজে পাওয়া যাবে।