ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, আট সন্দেহভাজন গ্রেফতার

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের ঘটনায় আট সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গ্রেফতারকৃত সন্দেহভাজনদের নেপথ্যে থাকা ইউক্রেনের ঊর্ধ্বতন একজন ব্যক্তিকেও শনাক্ত করার কথা জানিয়েছে রুশ নিরাপত্তা বাহিনী।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-র এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলার সংগঠক ছিল ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ। তার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মী ও এজেন্টরা যুক্ত ছিল।

গ্রেফতারকৃত আট সন্দেহভাজনের মধ্যে পাঁচ জনই রুশ নাগরিক বলে জানা গেছে। বাকি তিন জন ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক।

এফএসবি-র দাবি, ক্রিমিয়া সেতুতে আঘাত হানা বিস্ফোরকগুলো ইউক্রেনের ওডেসা থেকে পাঠানো হয়েছিল। ওডেসা থেকে বুলগেরিয়া, জর্জিয়া ও আর্মেনিয়া হয়ে সেগুলো রাশিয়ায় প্রবেশ করে।