পশ্চিমাদের প্রতি রাশিয়াকে সতর্ক করার আহ্বান জেলেনস্কির

রাশিয়ার বিরুদ্ধে খেরসন অঞ্চলের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনায় পশ্চিমাদের প্রতি রাশিয়াকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দখলকৃত শহর খেরসন থেকে রুশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। এমন পরিস্থিতিতে পিছু হটতে বাধ্য হলে মস্কোর তরফে সেখানকার বৃহৎ একটি বাঁধ উড়িয়ে দেওয়ার পরিকল্পনার খবর পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত এটি উড়িয়ে দেওয়া হলে দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাবে। ফলে এ নিয়ে পশ্চিমা মিত্রদের শরণাপন্ন হয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠোমো গুঁড়িয়ে দিতে যুদ্ধের নতুন ছক কষছে রাশিয়া। তারা খেরসন অঞ্চলের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এতে করে ‘বড় ধরনের বিপর্যয়’ ঘটবে।

তিনি আরও বলেন, দিনেপার নদীর কাখোভকা বাঁধটি রুশ বাহিনী খনন করেছিল। এটি বর্তমানে রাশিয়ার দখলে থাকলেও ইউক্রেনীয় বাহিনী খুব কাছাকাছি চলে এসেছে। বাঁধটি ধ্বংস হয়ে গেলে দিনিপ্রো নদীর আশপাশের কয়েক লাখ মানুষ দ্রুত বন্যার ঝুঁকিতে পড়বে। এটি ধ্বংস করার অর্থ হবে বড় আকারের একটি বিপর্যয়।