উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় ট্রেন প্রবেশের দাবি

ইউক্রেনে যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে গোপনে আর্টিলারি শেল সরবরাহ করছে উত্তর কোরিয়া, সম্প্রতি এমন দাবি করে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই শুক্রবার একটি ট্রেন উ. কোরিয়া থেকে রাশিয়ায় প্রবেশ করেছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

৩৮ নর্থ প্রজেক্ট উত্তর কোরিয়ার ওপর নজরদারি চালাচ্ছে। তারা দাবি করছে, এই ধরনের ট্রেন গত কয়েক বছরের মধ্যে প্রথমবার দেখা গেছে। কিন্তু রাশিয়ার ভেটেনারি বিভাগ জানায়, একটি ট্রেন ঘোড়া নিয়ে উ. কোরিয়ার সীমান্ত অতিক্রম করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটের দিকে একটি ট্রেন দেখা যায়। পরে রেলওয়ে সেতু থেকে ২০০ মিটার দূরে রাশিয়ার অংশে দেখা যায়। ভেতরে অস্ত্র ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

৩৮ নর্থ আরও জানায়, স্যাটেলাইটে পাওয়া ছবিতে ট্রেনটির উদ্দেশ্য নির্ধারণ করা অসম্ভব। পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে অস্ত্র বিক্রির প্রতিবেদন এবং দুই দেশের মধ্যে পুনরায় বাণিজ্য শুরুর উদ্যোগের মধ্যে ট্রেনটি রুশ ভূখণ্ডে ঢুকেছে।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বলেন, উত্তর কোরিয়ার অস্ত্রের সবরাহের চালান ইউক্রেন যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেওয়ার সম্ভবনা একদমই কম। ডিপিআরকে গোপনে অস্ত্র সরবরাহ করছে এবং চালানগুলো পেয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছি।

২০২০ সালে করোনা মহামারীর শুরুর দিকে তুমাংগাং ফ্রেন্ডশিপ সেতু (কোরিয়া-রাশিয়া ফ্রেন্ডশিপ সেতু) বন্ধ করে দেয় উ. কোরিয়া। দুই দেশের চলাচলে এটি একমাত্র সেতু।