ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তনের পরই কেবল স্বাভাবিককরণ সম্ভব: রুশ সিনেটর

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তনের পরই কেবল দেশটির সঙ্গে মস্কোর সম্পর্ক স্বাভাবিককরণ সম্ভব। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রভাবশালী রুশ সিনেটর সেন কনস্ট্যান্টিন কোসাচেভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন সেন কনস্ট্যান্টিন কোসাচেভ। রুশ সংবাদপত্র আর্গুমেন্টি আই ফ্যাক্টিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কিয়েভের বর্তমান ক্ষমতাসীনদের কাছ থেকে তিনি ভালো কিছু আশা করেন না।

সেন কনস্ট্যান্টিন কোসাচেভ বলেন, ‘তারা তাদের নিজেদের আগের কর্মকাণ্ড ও আদর্শে আটকে আছে।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ইউক্রেনে ক্ষমতার পরিবর্তনের পরই সম্ভাব্য স্বাভাবিকীকরণ ঘটতে পারে।’

সেন কনস্ট্যান্টিন কোসাচেভ বলেন, কিয়েভ ক্ষমতার ভাষায় কথা বলা বন্ধ করলে অনেক কিছু পরিবর্তন হতে পারে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেছেন, পশ্চিমারা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চাপ দিচ্ছে। তবে এটি হবে এমন একটি পদক্ষেপ যা আত্মসমর্পণের শামিল।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার অর্থ হবে, ‘নিজের ভূখণ্ড পুনরুদ্ধারকারী দেশকে তাদের কাছে আত্মসমর্পণ করা যাদের সে হারিয়েছে।’ রাশিয়া কিয়েভকে শান্তি আলোচনার জন্য ‘কোনও প্রত্যক্ষ প্রস্তাব’ দেয়নি বলেও জানান জেলেনস্কির এই উপদেষ্টা।

এর আগে গত মাসে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা।’

তিনি বলেন, তার দেশ ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কিয়েভ আলোচনার টেবিলে বসতে প্রস্তুত নয়। তারা রাশিয়ার সঙ্গে আলোচনা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।