৫০০ বছর পুরনো সাংকেতিক চিঠির রহস্য ভেদ

পাঁচ শতাব্দী পুরনো একটি সাংকেতিক চিঠির রহস্য ভেদ করেছেন এক দল গবেষক। এই সাংকেতিক চিঠিতে রোমান সম্রাট ও স্পেনের রাজা পঞ্চম চার্লস একটি হত্যা পরিকল্পনার গুজবের কথা লিখেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

১৬ শতকের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন চার্লস। পশ্চিম ইউরোপ ও আমেরিকায় বিস্তৃত সাম্রাজ্য ৪০ বছরের বেশি সময় ধরে শাসন করেছেন তিনি।

পূর্ব ফ্রান্সের গবেষণাগার লরিয়াতে ছয় মাস ধরে চেষ্টার পর ১৫৪৭ সালে গোপন সংকেতে লেখা চিঠির অর্থ উদ্ধার করেছেন। এই চিঠিটি ফ্রান্সে নিযুক্ত দূতের কাছে লিখেছিলেন সম্রাট নিজে।

ওই উত্তাল সময়ে একাধিক যুদ্ধ হয়েছে এবং স্পেন ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে ওই সময় ক্ষমতায় ছিলেন প্রথম ফ্রান্সিস। এই রেনেসাঁ শাসক ইতালি থেকে লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে এসেছিলেন।

সম্রাট পঞ্চম চার্লস চিঠিটি লিখেছিলেন জ্যন ডে সেইন্ট-মাউরিসের কাছে। দীর্ঘদিন ভুলে যাওয়া এই সাংকেতিক চিঠি সংরক্ষিত ছিল ন্যান্সিতে স্টানিসলাস লাইব্রেরিতে।

২০১৯ সালে লরিয়ার ক্রিপ্টোগ্রাফার সিসিল পিয়েরট চিঠিটির অস্থিত্ব সম্পর্কে জানতে পারেন। অনেক খোঁজাখুঁজির পর ২০২১ সালে তা দেখতে পান তিনি। ইতিহাসবিদ ক্যামিল ডেসেক্লসের সহযোগিতায় জুন মাসে সাংকেতিক চিঠির অর্থ পুনরুদ্ধার করেন পিয়েরট ও তার দল।  

বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন, চিঠিতে চার্লসের স্বাক্ষর রয়েছে। কম্পিউটারে দীর্ঘ দিন কাজের পর তিনি নির্দিষ্ট ১২০টির প্রতীক শনাক্ত করেন যা চার্লস সাংকেতিক চিঠি লিখতে ব্যবহার করেন। পুরো একটি শব্দ একটি প্রতীক দিয়ে লেখা হয়েছে এবং সম্রাট ব্যঞ্জনবর্ণের পর স্বরবর্ণের স্থলে চিহ্ন ব্যবহার করেছেন। সম্ভবত আরবি ভাষা থেকে অনুপ্রাণিত হয়ে।

পিয়েরট জানান, আরেকটি বাধা ছিল সম্রাট সাংকেতিক পড়ার চেষ্টাকারীদের ভুল পথে নিতে অর্থহীন কিছু প্রতীক ব্যবহার করেছেন।