জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ বেলজিয়ামের প্রধানমন্ত্রীর

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর শনিবার প্রথমবারের মতো দেশটি সফরে গেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘কিয়েভে পৌঁছেছি। সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক বোমা হামলার পর আমরা ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছি। আগের চেয়ে অনেক বেশি মাত্রায়। আসন্ন শীতের মাসগুলোকে সামনে রেখে বেলজিয়াম নতুন করে মানবিক ও সামরিক সহায়তা দিচ্ছে।’

পোস্টে জেলেনস্কির সঙ্গে করমর্দনের ছবিও যুক্ত করেন আলেকজান্ডার ডি ক্রু।

বেলজিয়ান সংবাদমাধ্যম বেলগা জানিয়েছে, ইউক্রেনকে আরও ৩৭ দশমিক ৪ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম।