বাখমুতের কাছে দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের কাছে দুটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এই দাবি করেছে। গ্রীষ্মকালের শুরু থেকেই রাশিয়া বাখমুত দখলের চেষ্টায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডনেস্ক এলাকায় আক্রমণ অভিযানের পর রুশ সেনারা বিলোগরিভকা ও পারসা ট্রাভনিয়া বসতি পুরোপুরি ‘মুক্ত’ করেছে।

বিলোগরিভকা বাখমুকের ২৫ কিলোমিটার উত্তরে এবং পারসা ট্রাভনিয়া বাখমুতের দক্ষিণে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

ডনেস্কের আরেকটি এলাকায় আভডিভকাতে রাশিয়া একটি ছোট বসতি দখল করেছে।

দক্ষিণে খেরসন এবং উত্তর-পূর্বে খারকিভে রুশ সেনারা পিছু হটার পর রাশিয়া যখন একটি জয়ের জন্য মরিয়া তখন এই ছোট বসতি দখলের কথা জানা গেলো। খেরসন ও খারকিভ থেকে পিছু হটার রাশিয়া নিজেদের সামরিক শক্তি বাখমুতে কেন্দ্রীভুত করেছে।