জি সেভেনের পদক্ষেপকে স্বাগত জানালো পোল্যান্ডসহ তিন দেশ

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ কর্তৃক রুশ তেলের দাম বেঁধে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড। সোমবার এক যৌথ ঘোষণায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রীদের যৌথ ঘোষণায় বলা হয়েছে, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ আলোচনার ফলশ্রুতিতে রুশ তেলের দাম ৬০ ডলারে বেঁধে দেওয়া হয়েছে।

যৌথ ঘোষণায় বলা হয়, আমরা তেল বিক্রি থেকে রাশিয়ার মুনাফা পুরোপুরি বন্ধ করতে আরও কাজ করে যাবো। মূল্যসীমা বেঁধে দেওয়া ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ার একটি অংশ মাত্র। রাশিয়ার যুদ্ধে অর্থায়নের ক্ষমতা আটকে দিয়ে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে হবে।

এদিকে জি-৭ কর্তৃক রুশ তেলের দাম বেঁধে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলেছে, এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে। আর জি সেভেনের পদক্ষেপ ইউক্রেনে রুশ সামরিক অভিযান অব্যাহত রাখার মস্কোর সক্ষমতাকেও প্রভাবিত করবে না। তবে তাদের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি নিচ্ছে মস্কো।