আরও মার্কিন হিমার্স ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন?

যুক্তরাষ্ট্রের নির্মিত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস এখন হিমার্স নামেই বেশ পরিচিতি পেয়ে গেছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে হিমার্স ব্যবস্থাকে কার্যকরভাবে ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছে ইউক্রেন। অনেক পশ্চিমা বিশ্লেষক অস্ত্রটিকে এই যুদ্ধের গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন। ইউক্রেনের জন্য ভালো খবর হলো, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র আরও পেতে যাচ্ছে তারা।

মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছে, ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন লকহিড মার্টিনকে ৪৩০ মিলিয়ন ডলারের একটি কাজ দিয়েছে। এই চুক্তির আওতায় কোম্পানিটি হিমার্স ব্যবস্থা নির্মাণ করবে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনীর জরুরি প্রয়োজন ও বৈদেশিক সামরিক বিক্রয় অংশীদারদের জন্য এগুলো উৎপাদন করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়নি এসব হিমার্স কাদেরকে সরবরাহ করা হবে। ইউক্রেনে এগুলো পাঠানো হবে কিনা তা অস্পষ্ট।

তবে সাবেক সামরিক কর্মকর্তা ও লেখক ফ্রাঙ্ক লেডউইজ বলেছেন, এক মাস বা আরও কিছু দিন আগে ইউক্রেনের জন্য ১৮টি হিমার্স ব্যবস্থার অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো সেই অর্থায়নের অংশ হতে পারে। তবে খুব শিগগিরই এগুলো ইউক্রেনে পৌঁছাবে বলে মনে হয় না।  

তিনি বলেন, এখন পর্যন্ত ২০টি হিমার্স ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। রণক্ষেত্রের বিবেচনায় এই সংখ্যা খুব কম এবং এই যুদ্ধ অনেকটাই কামাননির্ভর।

কিং’স কলেজ লন্ডনের প্রতিরক্ষা গবেষণা বিভাগের ম্যারিনা মিরন বলছেন, ২০টির মধ্যে ১৬টি হিমার্স ব্যবস্থা গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পেয়েছে। অক্টোবরে আরও চারটি দেওয়া হয়। ইউক্রেনীয় সেনাবাহিনী যখন এগুলো হাতে পায় তখন সংবাদমাধ্যমে হিমার্স ব্যবস্থার প্রশংসা করা হচ্ছিল। মিডিয়ার মনোযোগ বাদ দিলে যুদ্ধ বদলে দেওয়া অস্ত্র হিসেবে এর ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে।

তিনি বলেন, রণক্ষেত্রে হিমার্স মোতায়েনের পর সাময়িক সময়ের জন্য রুশ সেনারা অরক্ষিত ছিল। কিন্তু পরে তারা হিমার্সের হুমকি মোকাবিলায় নিজেদের পুনরায় সংগঠিত করে ফেলেছে। ফলে হিমার্সের প্রভাব ছিল মূল মনোজাগতিক, যদিও সাময়িক।

মিরনের মতে, শুধু হিমার্স ব্যবস্থার কারণে ইউক্রেনীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অভিযান সফল হচ্ছে এমন না, হিমার্স ছিল অনেক কারণের একটি।

তবে লেডউইজ বলছেন, রণক্ষেত্রে এগুলো ছিল খুব কার্যকর। রাশিয়া অনেক হামলা চালানোর আগেই ইউক্রেন তাদের অস্ত্র গুদাম, রসদ ও সরঞ্জাম ধ্বংস করেছে এটি দিয়ে।

মিরন ও লেডউইজ উভয়েই মনে করেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়ার কাছ থেকে মুক্ত করতে পাল্টা আক্রমণের জন্য আরও হিমার্স ব্যবস্থা প্রয়োজন ইউক্রেনের।