সমরাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রস্তুতির কথা জানালো রাইনমেটাল

সমরাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছে জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল। ইউক্রেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর ব্যাপক চাহিদা মেটাতে এমন প্রস্তুতি নিয়েছে তারা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরমিন প্যাপারগার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

আরমিন প্যাপারগার জানান, ট্যাংক এবং আর্টিলারি অস্ত্রের পরিমাণ ব্যাপকভাবে বাড়াতে রাইনমেটাল প্রস্তুত রয়েছে।

নবনিযুক্ত জার্মান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মাথায় নিজ প্রতিষ্ঠানের এমন তৎপরতার কথা জানালেন তিনি।

ইউক্রেনে প্রায় এক বছর অস্ত্র সরবরাহের ফলে জার্মান সেনাবাহিনীর মজুদও কিছুটা কমেছে। ফলে অস্ত্র সংগ্রহের গতি বাড়ানো এবং দীর্ঘমেয়াদে গোলাবারুদ সরবরাহ নিয়ে আরমিন প্যাপারগারের সঙ্গে কথা বলেছে দেশটির কর্তৃপক্ষ।

রাইনমেটাল বিভিন্ন ধরনের প্রতিরক্ষা পণ্য তৈরি করে থাকে। তবে লেপার্ড ২ ট্যাংকের ১২০এমএম বন্দুক তৈরির জন্য প্রতিষ্ঠানটি বিখ্যাত।