পূর্বাঞ্চলের হাসপাতালে ইউক্রেনীয় হামলায় নিহত ১৪: রাশিয়া

রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি হাসপাতালে ইউক্রেনীয় সেনাবাহিনী পরিকল্পিত হামলা চালিয়েছে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো দাবি করেছে, এই হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৪ জন রোগী ও হাসপাতালকর্মী আহত হয়েছে। রাশিয়া এই দাবি করলেও এই বিষয়ে শনিবার পর্যন্ত ইউক্রেনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ নিয়ন্ত্রিত নভোয়াইদার এলাকার হাসপাতালে এই হামলা চালানো হয়। হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেট ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিচিত বেসামরিক হাসপাতালে পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলা চালানো কিয়েভের শাসকদের গুরুতর যুদ্ধাপরাধ, এতে কোনও সন্দেহের অবকাশ নেই। এই হামলায় জড়িতদের সবাইকে খুঁজে বের করা হবে, তাদের বিচার হবে।

রুশ মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে কর্মরত সামরিক ও বেসামরিক চিকিৎসাকর্মীরা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও সেনাদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

চলমান যুদ্ধে ইউক্রেন ও পশ্চিমারা নিয়মিত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে।