সুইডেনের ন্যাটোতে যোগদানে সম্মতি জানাবে না তুরস্ক: এরদোয়ান

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানকে সমর্থন করবে তুরস্ক। তবে জোটটিতে ফিনল্যান্ডের যোগদান ইতিবাচকভাবে বিবেচনা করবে আঙ্কারা। বুধবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুর্কি পার্লামেন্টে একে পার্টির ডেপুটিদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, এই পর্যায়ে আমাদের সমর্থন পাওয়ার চেষ্টা করে সুইডেনের লাভ হবে না। আমরা তাদের ন্যাটোতে যোগদানের আবেদনে ‘হ্যাঁ’ বলব না যতক্ষণ তারা কোরআন পোড়ানোর অনুমতি দেবে।

সুইডেন ও ফিনল্যান্ড শুরু থেকেই একসঙ্গে ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। কিন্তু সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পর ন্যাটোতে যোগদানের বিষয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা দেয় তুরস্ক। এর কয়েকদিনের মাথায় সোমবার ফিনল্যান্ডের বিষয়ে আঙ্কারার সবুজ সংকেতের কথা জানান এরদোয়ান।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে একটি লাইটার দিয়ে কোরআন শরিফে অগ্নিসংযোগ করেন পালুদান। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে এ ঘটনার প্রতিক্রিয়া জানায় তুরস্ক।