রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর

ইউক্রেনীয়দের প্রতিরোধের বছর (ফটো স্টোরি)

ইউক্রেনে রাশিয়ার হামলার হয়ে গেছে প্রায় এক বছর। দীর্ঘ দিন ধরে চলা যুদ্ধে মৃত্যুপুরীতে দাঁড়িয়েছে ইউক্রেন। রুশ হামলায় ধসে গেছে রাজধানী কিয়েভ থেকে ডনবাসের বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে লাখ লাখ ইউক্রেনীয়। বছরজুড়ে রণক্ষেত্রের অসংখ্য ঘটনার ছবি তুলেছে বার্তা সংস্থা রয়টার্স। তার মধ্যে আলোচিত কিছু ছবি তুলে ধরা হলো-

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি। ইউক্রেনের রাজধানী অভিমুখে অগ্রসর হচ্ছিল রুশ বাহিনী। তাদের প্রতিহতে কিয়েভের কেন্দ্রে অবস্থান নেয় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য। ছবি: রয়টার্স

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি। ইউক্রেনের রাজধানী অভিমুখে অগ্রসর হচ্ছিল রুশ বাহিনী। তাদের প্রতিহতে কিয়েভের কেন্দ্রে অবস্থান নেয় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য। ছবি: রয়টার্স

ওলগা তার বয়ফ্রেন্ড ভ্লোডোমিরকে বিদায় জানাচ্ছেন। আর কখনও দেখা হবে কিনা কে জানে। ২০২২ সালের ৯ মার্চ ইউক্রেনের লভিভের ট্রেন স্টেশন থেকে ছবিটি তুলেছে রয়টার্স।

ওলগা তার প্রেমিক ভ্লোডোমিরকে বিদায় জানাচ্ছেন। আর কখনও দেখা হবে কিনা কে জানে! ২০২২ সালের ৯ মার্চ ইউক্রেনের লভিভের ট্রেন স্টেশন থেকে ছবিটি তুলেছে রয়টার্স।

রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের আজভ ব্যাটালিয়নের একজন প্রবীণ সদস্য বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। ছবি: রয়টার্স, ৩০ জানুয়ারি, ২০২২। 

রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের আজভ ব্যাটালিয়নের একজন প্রবীণ সদস্য বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন। ছবি: রয়টার্স, ৩০ জানুয়ারি, ২০২২। 

ইউক্রেনের জাইতোমিরে শহর রক্ষায় রুশদের প্রতিহতে মোলাটভ ককটেল ছোড়া শিখছে বেসামরিক লোকেরা। ছবি: রয়টার্স, ১ মার্চ ২০২২

ইউক্রেনের জাইতোমিরে শহর রক্ষায় রুশদের প্রতিহতে মোলাটভ ককটেল ছোড়া শিখছে বেসামরিক লোকেরা। ছবি: রয়টার্স, ১ মার্চ ২০২২

ইউক্রেনের ওডেসাতে শহরের প্রতিষ্ঠাতা ডিউক ডি রিচেলিউ-এর স্মৃতিস্তম্ভ সুরক্ষার জন্য বালি ভর্তি ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়। ছবি: মার্চ ২০২২, রয়টার্স

ইউক্রেনের ওডেসাতে শহরের প্রতিষ্ঠাতা ডিউক ডি রিচেলিউ-এর স্মৃতিস্তম্ভ সুরক্ষার জন্য বালি ভর্তি ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়। ছবি: মার্চ ২০২২, রয়টার্স

রুশ বাহিনীর বিমান হামলা থেকে সুরক্ষায় সুড়ঙ্গপথে আশ্রয় নিয়েছেন এক ইউক্রেনীয় সেনা। ছবি: ১০ মার্চ ২০২২, রয়টার্স

ইউক্রেনের ইরপিন শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণ থেকে সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মা। ছবি: রয়টার্স, ৬ মার্চ ২০২২

ইউক্রেনের ইরপিন শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণ থেকে সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মা। ছবি: রয়টার্স, ৬ মার্চ ২০২২

রুশ হামলায় ধ্বংস হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান আন্তোনোভা-এন-২২৫। ছবি: ৩ এপ্রিল ২০২২, রয়টার্স

রুশ হামলায় ধ্বংস হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান আন্তোনোভা-এন-২২৫। ছবি: ৩ এপ্রিল ২০২২, রয়টার্স

ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোল। রুশ বাহিনীর হামলায় শহরটির বহু আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। ছবি: ৩ এপ্রিল ২০২২, রয়টার্স

ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোল। রুশ বাহিনীর হামলায় শহরটির বহু আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। ছবি: ৩ এপ্রিল ২০২২, রয়টার্স

পশ্চিমাদের থেকে পাওয়া এম-৭৭৭ হাউইটজার দিয়ে রুশ অবস্থানে পাল্টা আক্রমণে ইউক্রেনীয় সেনাবাহিনীর। ছবি: ২১ জুলাই ২০২২, রয়টার্স

পশ্চিমাদের থেকে পাওয়া এম-৭৭৭ হাউইটজার দিয়ে রুশ অবস্থানে পাল্টা আক্রমণে ইউক্রেনীয় সেনাবাহিনীর। ছবি: ২১ জুলাই ২০২২, রয়টার্স