ন্যাটোতে ঢুকতে সুইডেন-ফিনল্যান্ডের অপেক্ষা বাড়লো  

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানে সুইডেন ও ফিনল্যান্ডের অপেক্ষা আরও বাড়লো। এবার হাঙ্গেরি ওই দুই দেশের আবেদন অনুমোদন না করায়, বিষয়টি পিছিয়ে গেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের চিফ অফ স্টাফ গার্জেলি গুলিয়াস বলেছেন, আইন প্রণেতাদের অনুসমর্থনে ভোট হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে।  

চলতি মাসের শুরুতে বুদাপেস্ট প্রথম সংসদীয় অধিবেশনে বিষয়টি তোলার পরিকল্পনা করেছিল। তবে অরবান শুক্রবার জানান, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আইনপ্রণেতার আরও সময় প্রয়োজন।

হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেম্বলি এই সপ্তাহের শুরুতে বলেছিল, ৬ মার্চ থেকে ন্যাটোর প্রস্তাবিত সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত ভোট দিতে পারে। তবে অরবানের সহযোগী গার্জেলি গুলিয়াস শনিবার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে আইন প্রণেতাদের আরও সময় লাগতে পারে।’

সংবাদ সম্মেলনে গুলিয়াস বলেন, ‘হাঙ্গেরিয়ান নিয়মে কোনো আইন গ্রহণ করতে প্রায় চার সপ্তাহ সময় লাগে। তাই মার্চের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ২১ মার্চ এই বিষয়ে ভোট হতে পারে।’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান গত মাসে জানিয়েছিলেন, সুইডেনের আবেদন অনুমোদনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি। তুরস্কের দূতাবাসের বাইরে পবিত্র কোরআন  পোড়ানোর বিক্ষোভের অনুমতি দেওয়ার জন্য স্টকহোমকে এভাবে জবাব দেন তুর্কি প্রেসিডেন্ট।  

ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩০। এদের মধ্যে ২৮ টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার৷ এই জোটে সর্বশেষ যোগ দেয় উত্তর মেসিডোনিয়া, ২৭ মার্চ ২০২০ সালে।

২০০৯ সালের ১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেয়। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সকল দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ। যে কোনো প্রস্তাবিত ন্যাটো সদস্যকে অবশ্যই জোটের ৩০ সদস্যের অনুমতি নিতে হয়। সূত্র: আরটি