সুইডেনের উৎক্ষেপণ করা রকেট আঘাত হানল নরওয়েতে

সুইডেনের উৎক্ষেপণ করা একটি রকেট বিকল হয়ে দুর্ঘটনাবশত আঘাত হেনেছে প্রতিবেশী দেশ নরওয়েতে। মূলত গবেষণার জন্য এ রকেট উৎক্ষেপণ করে সুইডেন। এমন দুর্ঘটনার সমালোচনা করেছে নরওয়ে। বুধবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, উত্তর সুইডেনের এসরেঞ্জ স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ২০ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করে সুইডেন স্পেস করপোরেশন (এসএসসি)। একপর্যায়ে গবেষণা রকেটটি বিকল হয়ে প্রতিবেশী দেশ নরওয়ের পাহাড়ি অঞ্চলের ১৫ কিলোমিটার (৯.৩২ মাইল) ভেতরে আঘাত হানে।

এসএসসি জানিয়েছে, রকেটটি ২৫০ কিলোমিটার (১৫৫.৩৪ মাইল) উচ্চতায় পৌঁছেছিল, যেখানে শূন্য মাধ্যাকর্ষণ পরীক্ষা চালানো হয়।

এসএসসির যোগাযোগ প্রধান ফিলিপ ওহলসন রয়টার্সকে বলেন, রকেটটি উড্ডয়নের পর এক হাজার মিটার উচ্চতায় অবস্থান করে।  নিকটতম বসতি থেকে যা ছিল ১০ কিলোমিটার দূরে।

তিনি আরও বলেন, যখন কোনও সমস্যা দেখা দেয়, তখন আমাদের রুটিন কিছু কর্মকাণ্ড থাকে। এ বিষয়ে আমার সুইডেন ও নরওয়ের সরকার এবং অন্যান্য সংস্থাকে জানিয়েছি।

সুইডেন স্পেস করপোরেশন বলছে, রকেটের পেলোড পুনরুদ্ধারের কাজ চলছে এবং অপরিকল্পিত ফ্লাইট পরিচালনার পেছনে প্রযুক্তিগত কারণ নির্ণয়ের তদন্ত শুরু হচ্ছে।

এদিকে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইলে বলেছেন, নরওয়ের সীমান্তের দিকে যেকোনও ধরনের অননুমোদিত কার্যকলাপকে খুব গুরুত্ব সহকারে নেয় নরওয়েজিয়ান কর্তৃপক্ষ। সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটলে দায়ী ব্যক্তিদের অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট নরওয়েজিয়ান কর্তৃপক্ষকে জানাতে হবে।

তবে মন্ত্রণালয় সুইডিশ কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘটনার আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি পায়নি। কোনও ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য নরওয়েজিয়ান ভূখণ্ডে কাজ করার জন্যও পূর্ব সম্মতি প্রয়োজন বলে জানিয়ে দেন এই মুখপাত্র।

এ বিষয়ে নরওয়েজিয়ান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স