রুশ তেল শোধনাগারে আগুন, নেভানোর দাবি গভর্নরের

রাশিয়ার ভোরোনেজ শহরের কাছে একটি তেল শোধনাগারে জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। পরে সে আগুন নেভানো হয়েছে। শনিবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন অঞ্চলটির গভর্নর আলেক্সান্ডার গুসেভ।

এক বিবৃতিতে গুসেভ বলেন, ‘ভোরোনেজের দিমিত্রভ সড়কের একটি তেল শোধনাগারের জ্বলন্ত ট্যাংকের আগুন নেভানো হয়েছে। দমকল বাহিনীর ১০০ সদস্য ও অন্তত ৩০টি যান আগুন নেভাতে উপস্থিত হয়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তেমন কিছু জানাননি তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অন্তত ২টি হেলিকপ্টার তেল শোধনাগারের দিকে যাচ্ছিল। হেলিকপ্টার যাওয়ার সময়ই স্থানটি থেকে বিস্ফোরণ ও আগুনের গোলা দেখা যায়।

আরেক ভিডিও থেকে দেখা গেছে, ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা এলাকাটিতে ছিল।

একই দিনে, রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তাকে ‘বিদ্রোহী’ বলে ঘোষণা দিয়েছে রুশ সরকার।সূত্র: সিএনএন