কালিনিনগ্রাদে রুশ এস-৩০ যুদ্ধবিমান বিধ্বস্তে ‘রহস্য’, দুই পাইলট নিহত

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে একটি অত্যাধুনিক এস-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই রুশ পাইলট নিহত হয়েছেন। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শনিবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আরআইএ।

মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বিমানটিতে। একপর্যায়ে দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে কোনও গোলাবারুদ ছিল না। দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন।

কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। এটি ইউক্রেনীয় হামলায় বিধ্বস্ত হয়েছে কিনা জানা যায়নি।

কালিনিনগ্রাদ বাল্টিক সাগরে সামরিক জোট ন্যাটোর দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝামাঝি অবস্থিত। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে কালিনিনগ্রাদের স্থলপথে কোনও সংযোগ নেই। রুশ এই ভূখণ্ড ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ঘিরে রেখেছে।

এই ভূখণ্ডটি রাশিয়া ১৯৪৫ সালে দখল করে নেয় মস্কো, যা তাদের জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা