হামাস-ইসরায়েল সংঘাত

বার্সেলোনায় মিলিত হচ্ছেন ইউরোপীয় ও আরব দেশের প্রতিনিধিরা

হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সোমবার স্পেনের বার্সেলোনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইউনিয়ন ফর দ্য মেডিটেরানিয়ান-এর উদ্যোগে এই আয়োজনে অংশগ্রহণের জন্য সমবেত হয়েছেন ৪২জন প্রতিনিধি। অনেক দেশ তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে। এতে যৌথভাবে সভাপতিত্ব করবেন ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।

এই বৈঠকে অংশগ্রহণ করছে না ইসরায়েল। বিগত কয়েক বছর ধরে ইইউ ও আরব বিশ্বের মধ্যে একটি সহযোগিতার ফোরামে পরিণত হয়েছে ইউনিয়ন ফর দ্য মেডিটেরানিয়ান। ১৫ বছর আগে এটি গঠিত হয়েছিল। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং জবাবে গাজায় ইসরায়েলি আক্রমণের ঘটনায় এই ফোরামটির গুরুত্ব বেড়েছে।

ইসরায়েল উপস্থিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বোরেল। হামাসের হামলার নিন্দা জানানো এই ইইউ কর্মকর্তা বলেছেন, একটি নৃশংসতা দিয়ে আরেকটিকে ন্যায্যতা দেওয়া যায় না। পুরো ইউরো-ভূমধ্যসাগর অঞ্চলের জন্য কৌশলগতভাবে  গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপন।

জর্ডানের আয়মান সাফাদি বলেছেন, তিনি আশা করছেন এই আয়োজন আরব ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যবধান কমিয়ে আনবে। উপস্থিতদের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি।

জর্ডানি মন্ত্রী বলেন, ইউরোপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দ্বি-রাষ্ট্র সমাধান শুধু কথার কথা হয়ে থাকতে পারে না।