সুইডেনের ন্যাটো সদস্য পদের আবেদনে স্বাক্ষর করলেন এরদোয়ান

কয়েক মাস অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে তুরস্কের অনুমোদন পেলো সুইডেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সুইডেনের ন্যাটো সদস্য পদের আবেদনপত্রে স্বাক্ষর করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পরে ন্যাটোতে যোগদান করার আবেদন করেছিল সুইডেন। তবে এতে বারবার আপত্তি জানাচ্ছিল তুরস্ক। তবে প্রায় ২০ মাস পর এবার সুইডেনকে ন্যাটোতে যোগদানে অনুমোদন দিলো দেশটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘সুইডেনের ন্যাটোর সদস্য পদের আবেদনে তুরস্কের অনুমোদনকে আমরা স্বাগত জানাচ্ছি। ন্যাটোর পূর্ণ সদস্য পদ লাভের পথে এখন একটি মাইলফলকে পৌঁছেছি আমরা।’

এক্সে করা একটি পোস্টে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, ‘সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার পথে এখন শুধু হাঙ্গেরির অনুমোদন বাকি।’

মঙ্গলবার তুরস্কের পার্লামেন্ট সুইডেনকে ন্যাটো সদস্য হওয়ার অনুমোদন দিয়েছিল। এই পদক্ষেপ পশ্চিমা সামরিক জোটটির সম্প্রসারণে সবচেয়ে বড় বাধাটি পরিষ্কার করেছে।