রুশ গুপ্তচর বিমান বিধ্বস্তের দাবি ইউক্রেনের

রুশ গুপ্তচর বিমান এ-৫০ইউ বিধ্বস্তের দাবি করেছে ইউক্রেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক মাসে দ্বিতীয়বার এই ধরনের দাবি করলো দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সামরিক সূত্র জানিয়েছে, বিমানটিকে সম্মুখ ভাগ থেকে ২০০ কিলোমিটার দূরে রাশিয়ার শহর রোস্তভ-অন-ডন ও ক্রাসনোদারের মধ্যে ভূপাতিত করা হয়েছে।

গুপ্তচর বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের বিমান বাহিনী একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ রুশ বিমান ভূপাতিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ-৫০ইউ গুপ্তচর বিমানটি গোয়েন্দা কাজে ব্যবহার করত রাশিয়া। কিন্তু এর বিধ্বস্তের খবরে রাশিয়া কোনও মন্তব্য করেনি। তাছাড়া এএফপি এখনও এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

১৪ জানুয়ারি একটি এ-৫০ইউ বিমান ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণায়ের এক সংবাদ সম্মেলনে বলেছিল, রাশিয়ার সম্ভবত ছয়টি অপারেশনাল এ-৫০ইউ সার্ভিস রয়েছে।