আভদিভকার কাছে সুবিধাজনক অবস্থান নেওয়ার দাবি রাশিয়ার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আভদিভকা ও ডনেস্কের কাছে আরও সুবিধাজনক অবস্থান নিয়েছে দেশটির সেনারা। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীকে ডনেস্ক অঞ্চলে আরও পিছু হটিয়ে দিয়েছে এবং আভদিভকায় আরও সুবিধাজনক অবস্থান নিয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, ডনেস্ক অঞ্চলে ইউক্রেনের সাতটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে রুশ সেনারা। ইউক্রেনের মোট ৭৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

রণক্ষেত্রে অগ্রগতির এই রুশ দাবির সত্যতা স্বতন্ত্রভাবে রয়টার্স যাচাই করতে পারেনি।

মঙ্গলবার পুতিন রুশ সেনাদের আরও এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আভদিভকা দখলের পর তিনি এই নির্দেশ দিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ করে রুশ সেনারা। বর্তমানে ১ হাজার কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রে একে অপরের সঙ্গে লড়াই করছে।