কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরোনি আর নেই

কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরোনি মারা গেছেন।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  করা একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন তার মেয়ে ক্যারোলিন মুলরোনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য বেশ খ্যাতি অর্জন করেছিলেন ব্রায়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এর আগে, ২০২৩ সালের আগস্টের শেষের দিকে এক্সে করা একটি পোস্টে ক্যারোলিন জানিয়েছিলেন, আগস্টে ব্রায়ানের হৃদযন্ত্রের অপারেশন করা হয়েছিল। এর আগে, গত বছরের শুরুতে প্রোস্টেট ক্যান্সারের জন্য তার চিকিৎসা করা হয়।

১৯৮৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কানাডার ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রায়ান মুলরোনি। ১৯৮৪ সালে তার নেতৃত্বে পিয়েরে ট্রুডোর লিবারেলদের বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভ করেছিল সেন্টার-রাইট প্রগেসিভ কনজার্ভেটিভস।

পিয়েরে ট্রুডোর ছেলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক্সে করা একটি পোস্টে মুলরোনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য চুক্তি ছাড়াও, দ্রব্য ও সেবার ওপর কর আরোপ এবং ম্যাকা লেক অ্যাকর্ড ও শার্লটেটন অ্যাকর্ডের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার করেছিলেন ব্রায়ান।

রাজনৈতিক কর্মজীবনের আগে মন্ট্রিলের একজন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী ছিলেন তিনি।