প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করবে ফ্রান্স ও মলদোভা

প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ফ্রান্স ও মলদোভা। বৃহস্পতিবার (৭ মার্চ) এই সফর স্বাক্ষর করা হবে বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্সি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার প্যারিস সফর করবেন মলদোভান প্রেসিডেন্ট মাইয়া সান্দুর। এসময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে মলদোভা এবং ফ্রান্স।

তবে বিবৃতিতে এ বিষয়ে বিশদ কোনও বিবরণ দেওয়া হয়নি।

এদিকে, মলদোভার জন্য সমর্থন বাড়াতে চাইছে পশ্চিমা শক্তিগুলো। তাদের আশঙ্কা, ইউক্রেনের সীমান্তবর্তী সাবেক সোভিয়েত এই রাষ্ট্রটিকে অস্থিতিশীল করার তোলার প্রচেষ্টা বাড়াচ্ছে রাশিয়া।