রমজানকে স্বাগত জানাতে বর্ণিল সাজে লন্ডন

মাহে রমজানকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহর। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে লন্ডনে আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এমন সাজসজ্জা করা হয়েছে। এসব নজরকাড়া স্বাজসজ্জায় অভিভূত পথচারীরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) লন্ডনের মেয়র সাদিক খাঁন এই আলোকসজ্জা উৎসবের শুভ সূচনা করেন। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে। 

সরেজমিনে দেখা গেছে, পশ্চিম লন্ডনের লিসেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির কভেন্ট্রি স্ট্রিটে এমন আলোকসজ্জা করা হয়েছে। সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ তারা ও ফানুস দিয়ে করা হয়েছে আলোকসজ্জা। চাঁদের উপর লেখা হয়েছে 'হ্যাপি রামাদান'।

রঙিন বাতির আলোয় জ্বলজ্বল করছে হ্যাপি রামাদান রেখা অর্ধচন্দ্রাকার চাঁদ। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা।

এসময় বেশ কয়েকজন পথচারীর সঙ্গে হলে তারা বলেন, রমজান উপলক্ষে এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে করে ব্রিটেনের অন্যান্য ধর্মীয় বিশ্বাসের মানুষের কাছে রমজানের মহত্ত্ব পৌঁছে যাবে।

এ বিষয়ে নিজের ভেরিফাইয়েড ফেসবুক অ্যাকাউন্টে লন্ডনের মেয়র সাদিক খাঁন বলেন, পশ্চিম প্রান্ত আলোকিত করতে রমজানের আলো ফিরে এসেছে। এই দৃষ্টিনন্দন প্রদর্শন বিশ্বকে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে, লন্ডন সবার জন্য এবং আমরা আমাদের বৈচিত্র্য উদ্‌যাপন করি।

ইতিহাসের প্রথম বারের মতো গতবছর লন্ডনে রমজান উপলক্ষে এমন আলোকসজ্জা করা হয়। দ্বিতীয়বারের মতো এই বছরও আলোকসজ্জা করা হয়েছে।