রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২২ মার্চ) ওই হামলায় অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইউক্রেন জানিয়েছে, ৬০টিরও বেশি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা করেছে তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন খারকিভের বাসিন্দারা। এই অঞ্চলের ৭ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এদিকে, ওডেসা ও দিনিপ্রোপেত্রোভস্কের ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। পোলটাভা অঞ্চলের ১ লাখ ১০ হাজার মানুষও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় নাগরিক ও অবকাঠামোকে রুশ ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা করতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

এদিকে, বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এর আগেও রবিবার ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলের মিরনে গ্রামটি দখলের দাবি করেছিল রাশিয়া।