রফতানি বন্ধ করে বিদ্যুৎ আমদানিতে ঝুঁকছে ইউক্রেন

জ্বালানি ব্যবস্থায় রাশিয়ার ধারাবাহিক হামলার পর ইউক্রেন বিদ্যুৎ রফতানি বন্ধ করে দিয়েছে। রবিবার (২৪ মার্চ) দেশটির জ্বালানি মন্ত্রণালয় বলেছে, তারা এখন বিদ্যুৎ আমদানি বাড়িয়ে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় বলেছেন, রবিবারের জন্য ১৪ হাজার  ৯০০ মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ  আমদানি করা হতে পারে। কোনও রফতানির প্রত্যাশা নাই।

২২  মার্চ রুশ হামলার এক দিন আগে ইউক্রেন ৩ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছিল।  বিপরীতে রফতানি করেছিল  ২ হাজার ১৪৮ মেগাওয়াট।

শুক্রবার রাশিয়া ইউক্রেনের জেনারেটর ও ট্রান্সমিশন স্থাপনায় হামলা চালিয়েছিল। এই হামলার ফলে অনেক স্থানে বড় ধরনের ব্ল্যাকআউট দেখা দেয়। রবিবার সকালেও ইউক্রেনের তিনটি আঞ্চলিক জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনীয় মন্ত্রণালয় বলেছে, রুশরা লভিভ  অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোতে হামলার চেষ্টা করেছিল। এতে সেখানে আগুন লাগে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ  হয়ে যায়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি পর্যালোচনা  করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও বলেছে, রুশ হামলার ফলে কিয়েভ অঞ্চলে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি বসতিতে ১৫০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।