ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

অধিকৃত ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ওই ক্ষেপণাস্ত্র ধ্বংসের  দাবি করেছে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বুধবার রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন।

সংস্থাটি জানিয়েছে, ওই হামলায় চারটি ক্ষেপণাস্ত্র, তিনটি রাডার স্টেশন এবং অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, ওই হামলায় কত বিমান ধ্বংস হয়েছে, তা স্পষ্ট করা হচ্ছে।